
প্রকাশিত: Sun, Jun 2, 2024 3:29 PM আপডেট: Tue, May 6, 2025 7:42 PM
আফটার অল মিরাকল স্টিল হ্যাপেনস!
কাজী এম. মুর্শেদ
একটা সময় বাংলাদেশের অর্থনীতির কাছাকাছি ছিলো দক্ষিণ কোরিয়া, এখন নেই। এরপর থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সাথে তুলনা ছিলো, তাও নেই। কিছুদিন আগেও ভিয়েতনামের সাথে তুলনা চলতো, তাও আর নেই। এখন আমরা নেপাল বা মিয়ানমারের সাথে করবো। যদি কিছুদিন টিকতে পারি। উদাহরণ দিই, সরকারি সাহায্যে কয়েকটা বড় কোম্পানি করতে দিয়ে দক্ষিণ কোরিয়া বদলে গেছে। ম্যানুফ্যাকচারিং প্লান্ট করে থাইল্যান্ড, সার্ভিস সেক্টরে সিঙ্গাপুর, ইলেকট্রনিক চিপসেট দিয়ে ভিয়েতনাম। আর আমরা আছি সেই তৈরি পোশাক খাত নিয়ে। শেষ করি সিঙ্গাপুর দিয়ে। ঠিক যেই কাজগুলো তারা করে উঠে এসেছে আমরা না করে পিছিয়ে গেছি। তাদের চার মূলমন্ত্র ছিলো সরকারের ভিশনারি চিন্তা, দ্বিতীয় শিক্ষা, তৃতীয় মেরিটোক্রেসি এবং চতুর্থ আইন পালনকারি জনগণ। আমার সবগুলোতেই অভাব।
সিঙ্গাপুরের উত্থানের বড় কারণ শিক্ষা যা অন্যসবগুলোকে সাহায্য করে। আমরা এখনো কারিকুলাম ঠিক করতে পারি না। ভিশনারি চিন্তায় মেধাকে একমাত্র মূল্যবান ধরা হয়, আমাদের মন্ত্রী, আমলা এমপিদের তদবিরকে দামি ধরা হয়। আমাদের মেধার অভাব নেই, কিন্তু ধরে রাখতে পারছি না, সেইটাও সরকারের কর্মসংস্থানের ব্যর্থতা। এখন যেই ক্রসরোডে দাঁড়িয়ে আছি, যেদিকেই যাই তেমন ভালো খবর নেই, একটু না হয় দাঁড়িয়ে অপেক্ষা করি, চিন্তা করে দিক ঠিক করি। এটাই রাজনীতিবিদদের করা উচিত। আমি রাজনীতি তেমন বুঝি না, তবে অর্থনীতি যতটা বুঝি, আমি কোনো লাইট এট দ্যা এন্ড অফ দ্যা টানেল দেখছি না। আপাতত দেখছি না বলে সাবেক অর্থমন্ত্রীর মতো রাবিশ বা বোগাস বলবো না। তবে আলোর সম্ভাবনা যে নেই তা বলবো না, আফটার অল মিরাকল স্টিল হ্যাপেনস। যখন আলো দেখবো, তা নিয়ে বিস্তারিত লিখবো।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
