প্রকাশিত: Mon, Jun 3, 2024 2:57 PM
আপডেট: Tue, May 6, 2025 6:21 PM

শূন্যের দশকে মানুষের মধ্যে হিন্দু-মুসলিম পরিচয় নিয়ে এত বেশি দলাদলি ছিলো না

শাকিব মুসতাভী

আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমরা যখন স্কুলে পড়তাম মানে শূন্যের দশকে মানুষের মধ্যে হিন্দু-মুসলিম পরিচয় নিয়ে এত বেশি দলাদলি ছিল না। আমি বলব না যে, তখন সমাজে কোনো টেনশন ছিল না। টেনশন ছিল কিন্তু প্রকাশ্যে বিদ্বেষ ছড়ানোর ব্যাপারে মানুষের মধ্যে অন্তত চক্ষুলজ্জ্বা ছিল। এখন সেটাও উঠে গেছে। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ক্লোজড গ্রুপগুলোতে ঢুকলে ক্রমবর্ধমান পারস্পরিক অবিশ্বাস, দোষারোপ এবং সাম্প্রদায়িক বিদ্বেষ খালি চোখে ধরা পড়ে। অথচ ওরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর কথা বলে মসনদে বসেছিল। 

কিন্তু ফলাফল হয়েছে উল্টো। দুই সাইডের হার্ডলাইনারদেরকে ওরা নানাভাবে আস্কার দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে আগে খুব অসাম্প্রদায়িক ছিল তা নয়, কিন্তু পোলারাইজেশন এত স্পষ্টও ছিল না। যে কেউ চাইলে আমার সাথে দ্বিমত করতে পারেন। কিন্তু আমার মনে হয়, তিরিশের বেশি যাদের বয়স তাদের একটা বড় অংশ কথাটার সাথে আংশিকভাবে হলেও রেজোনেট করবেন। ২-৬-২৪। ফেসবুক থেকে