
প্রকাশিত: Mon, Jun 3, 2024 2:57 PM আপডেট: Tue, May 6, 2025 7:59 PM
জনপ্রতিনিধি, জনকর্মকর্তার সমন্বয় হলে রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে
রবিউল আলম
রাজনৈতিক গণজাগরণের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নেওয়া হয় জনগণের অধিকার আদায় করার লক্ষ্যে। আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার জন্য জনপ্রতিনিধির প্রয়োজন হয়। গণতন্ত্রের সুফল ভোগের জন্য জনপ্রতিনিধিরা শাসন ও সেবার দায়িত্ব পালন করেন। জনকর্মকর্তা হুকুম তালিম ও বাস্তবায়নের দায়িত্বে থাকেন। হুকুমদাতা-তালিম কর্মকর্তা কর্মচারির সখ্যতা গড়ে উঠলে দুর্নীতি আটকাবে কে? প্রশাসনিক ক্ষমতা রোধ করার জন্য গণতন্ত্রের পূজারী রাজনীতি আবিষ্কার করা হয়েছিলো। প্রতিবাদের ভাষা হরতাল-অবরোধ, ধর্মঘট, মানববন্ধন, অনশন ইত্যাদি।
প্রশাসনের কাছে পারমাণবিক বোমা আছে, হুকুমের জন্য জনপ্রতিনিধির প্রয়োজন, জনগণ সকল ক্ষমতার উৎস। আমলাদের দুর্নীতির জবাবদিহিতার জন্য জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির দুর্নীতি জবাবদিহিতার আটকানোর জন্য প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকা অপরিহার্য। সব বিভাগের সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও ন্যায় বিচারের নির্দেশনা দেওয়া হচ্ছে। বিচার বিভাগের সঙ্গে কোনো সমন্বয়ের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, বিচার বিভাগ স্বাধীন। জনপ্রতিনিধির ও জনকর্মকর্তার সমন্বয় হলে এতোগুলো প্রশাসনিক সংস্থার প্রয়োজনীয়তা কোথায়? বঙ্গবন্ধু জনগণের অধিকার দায়ে অসহযোগ আন্দোলন, জাতীয় দাবি ভাষা আন্দোলন, স্বাধীনতা মুক্তির সংগ্রাম আমলাতন্ত্রের সাথে আপোস করা হয়নি। সরকারের মন্ত্রীরা আমলাদের সঙ্গে আপোস করে প্রশাসন চালাতে পারবেন না। আমলার চাইতে মন্ত্রী দক্ষ হতে হবে। লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
