প্রকাশিত: Tue, Jun 11, 2024 3:04 PM আপডেট: Tue, Sep 17, 2024 8:49 PM
দেশের এই সময়ের তরুণরা সম্ভবত দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা ও বঞ্চিত জনগোষ্ঠী!
খাজা নিজাম উদ্দিন
বাংলাদেশের এই সময়ের তরুণরা সম্ভবত দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা এবং বঞ্চিত জনগোষ্ঠী। একটা উদাহরণ কেউ কি দিতে পারবেন, কেউ তরুণদের নিয়ে ভাবছে? তার কর্মসংস্থান নিয়ে ভাবছে? এরা কীভাবে বিদেশে যায়, তার কোনো খবর নাই। কত ভয়াবহ কষ্টের মধ্যে এদের দিন যায়, কারো কোনো খবর নেওয়া দরকার নাই। শুধু এদের পাঠানো রিমিটেন্স নিয়ে বগলবাজাতে খুব পারি। বাজেটে চাকরির কোনো আশা কেউ দেখেছেন? গত ৪ বছরে চাকরির বাজারের কি অবস্থা কেউ কি আলাপ করছেন? বিসিএসের সাধারণ পদের ৪/৫ শত পদের জন্য লাখ লাখ ছেলেমেয়েদের ব্যস্ত থাকতে হচ্ছে।
বিদেশি বিনিয়োগ নাই, রপ্তানি স্থবির হয়ে আছে, আবার ঋণের পাহাড় জমেছে। সেই ঋণ দিতে গিয়ে আরও ঋণ নিতে হচ্ছে। সরকার বাজেটে বিপুল ঋণের কথা বলছে। তাহলে ব্যবসায়ীরা ঋণ পাবেন কোথা থেকে? বিনিয়োগ কীভাবে বাড়বে? বিনিয়োগ বাড়ার কি কোনো কাজ কেউ করছেন? আর বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কীভাবে বাড়বে? বাংলাদেশের সবচেয়ে অবহেলিত দিকটা হলো, কর্মবাজার আর তার সবচেয়ে ক্ষতির স্বীকার এই দেশের তরুণরা। তাদের জন্য কিছু না করলেও তারা যদি জীবন মৃত্যুরঝুঁকি নিয়ে বিদেশে গিয়ে ডলার পাঠায়, সেই ডলার নিয়ে আমাদের বাগাড়ম্বর করতে কোনো শরম লাগে না! ওঃ'ং হড়ঃ ভধরৎ ধঃ ধষষ. ৯-৬-২৪। ফেসবুক থেকে