প্রকাশিত: Mon, Jul 1, 2024 3:18 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:04 AM

বিচারের স্বার্থে মতিউরের স্ত্রীর কাছ থেকে সেই সাংবাদিকদের তালিকা নিতে হবে এবং তাকে প্রমাণ দিতে হবে যে, তিনি টাকা দিয়েছেন

সৈয়দ ইশতিয়াজ রেজা : ছাগলকাণ্ডের মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের একটি কথা ফেসবুকে ভাসছে...। তিনি নাকি বলেছেন, বড় বড় সাংবাদিকদের টাকা দিয়েই এ পর্যন্ত এসেছেন...। এটি একটি ভয়ংকর কথা। তিনি সত্যিই এ কথা বলেছেন কিনা জানি না। বিচারের স্বার্থে তার কাছ থেকে সেই সাংবাদিকদের তালিকা নিতে হবে এবং তাকে প্রমাণ দিতে হবে যে, তিনি টাকা দিয়েছেন। তর্কের খাতিরে যদি ধরেও নিই তিনি কিছু সাংবাদিক ম্যানেজ করেছেন, তাহলেও বলতে হয় যে, সাংবাদিক ম্যানেজ হলেই কি বিচারিক প্রক্রিয়া ম্যানেজ হয়ে যায়? মতিউর সাহেবের তদন্ত তো হবেই, এই ভদ্রমহিলার এত এত সম্পদের আলাদা তদন্ত হওয়া প্রয়োজন...। লেখক: সিনিয়র সাংবাদিক। ২৯-৬-২৪। ফেসবুক থেকে