প্রকাশিত: Mon, Jul 1, 2024 3:20 PM
আপডেট: Mon, Apr 28, 2025 6:50 PM

ভারতীয় ইন্টেলিজেনশিয়া যতোই পশ্চিমে শিক্ষিত হোক, তারা পশ্চিমবঙ্গের লোকদের পূর্ববঙ্গের জমিদারি মানসিকতা থেকে বাইরে বের হতে পারেন না

মাহবুব মোর্শেদ : অরুন্ধতী রায়কে নিয়ে আমার কিছু ইস্যু আছে। তার দুটি উপন্যাসই আমার খুব পছন্দের। পছন্দ মানে ব্যাপক পছন্দ। আমার এক বন্ধু অরুন্ধতী রায়ের সৌন্দর্য নিয়ে খুবই অবসেসড ছিলেন। তিনি অরুন্ধতীর ছবি কালেক্ট করতেন। তার কাছে সম্ভবত অরুন্ধতীর সব ছবি আছে। আমার সঙ্গে দেখা হলে তিনি অরুন্ধতী কত সুন্দর সে কথা বলতেন। 

আমি লেখার কথা বলতাম। কিন্তু তার সৌন্দর্যের প্রতি কখনো আকৃষ্ট বোধ করিনি। অরুন্ধতীর ব্যক্তিত্ব সবসময় আমাকে আকৃষ্ট করে। তার রাজনৈতিক লেখাপত্র, প্রবন্ধ, রিপোর্টিং, অ্যাক্টিভিজম আমাকে বেশ টানে। বলতে গেলে আমি তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। ভালো ফিকশন লেখা সত্ত্বেও অরুন্ধতী যেমন ফিকশনে তেমন একটা মন দেননি, আমার ক্ষেত্রেও ঘটনা তাই ঘটতে যাচ্ছে। তাকে অনুসরণ করতে গিয়ে আমি রাজনৈতিক লেখাপত্র ও একটিভিজমের দিকে বেশি ঝুঁকে পড়েছি। 

তবে বাংলাদেশে আসার পরেও তিনি বাংলাদেশের ভারত সমস্যা বুঝতে পারেননিÑ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই। বিভিন্ন সময় ভারতের সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, তারা বিষয়টা বুঝতে চান না বা বুঝতে পারেন না বা বুঝেও না বোঝার ভান করেন। বাংলাদেশের সঙ্গে ভারত যা করছে সেটা তারা এক রকম অনুমোদন করেন। 

অরুন্ধতী রায় অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তবে তার বাংলা ইস্যু আছে। বাংলা নিয়ে তিনি খুব একটা কথা বলতে চান না। সম্ভবত ব্যক্তিগত কারণে অস্বস্তি বোধ করেন। কিন্তু বাংলাদেশ নিয়ে যারা ইন্টারেস্টেড যেমন দীপেশ চক্রবর্তী, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক সহ যেসব পশ্চিমা পশ্চিমবঙ্গীয় বুদ্ধিজীবীদের নিয়ে বাংলাদেশে বেশ নাচানাচি হয় তারা কেন কথা বলেননি, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। 

শেষ পর্যন্ত আমার মনে হয়েছে, ভারতীয় ইন্টেলিজেনশিয়া যতই পশ্চিমে শিক্ষিত হোক, তারা পশ্চিমবঙ্গের লোকদের পূর্ববঙ্গের জমিদারি মানসিকতা থেকে বাইরে বের হতে পারেন না। ফলে বড় বাংলা আসলে সম্ভব না। জমিদারের সঙ্গে প্রজাদের ঐক্য সম্ভব না। এটা সংস্কৃতির প্রশ্ন নয়, শ্রেণির প্রশ্ন। যাদের আমরা একবার হারিয়ে দিয়েছি, তাদের সঙ্গে নতুন করে ঐক্য করার কোনো প্রশ্ন সুদূর ভবিষ্যতেও আসবে না। ভারতীয় রাজনীতিকদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ ইস্যুটা কিছুটা এড্রেস করেছেন। যাইহোক, এতকিছুর পরেও অরুন্ধতীর সৌন্দর্য কেন আমাকে আকৃষ্ট করল না, এটা আমার জীবনে একটা বড় প্রশ্ন হয়ে রইল। লেখক ও সাংবাদিক। ২৮-৬-২০২৪। ফেসবুক থেকে