প্রকাশিত: Mon, Jul 1, 2024 3:29 PM আপডেট: Tue, Sep 17, 2024 10:04 PM
চাকরি, ব্যবসা এবং অবসর
আফসান চৌধুরী : আমার চাকুরে বন্ধুরা সবাই অবসরে, একটু ফ্রুস্ট্রেটেড, দিন যায় অবসর মার্কা জীবনে। যদিও এদের শরীর ও মেধা এখনো অটুট, এরা নিয়ম মতো রিটায়ার করে পেনশন খোর। কেউ মতিউর টাইপের না অতএব মধ্যবিত্ত জীবন। কিন্তু যারা ব্যবসা করেছে তারা এখন সক্রিয়, সচল, কথা বললে ধরা পড়ে। জীবন চলেছে আগের স্পিডে, বয়স হয়েছে ভাবা যায় না। [২] এদের মধ্যে একজন চাকরির পর বিজনেসে নামে, বেশ ভালো করছে, দারুণ জীবন, নিজেই গাড়ি চালায়। গলফ খেলে। আমার মনে এটা একটা পথ হতে পারে। চাকরি শেষ হবার ২-৩ বছর আগে একটা ছোট বিজনেস খোলা। রিটায়ার করতে করতে দাঁড়িয়ে যাবে যতো ছোট হোক, তখন ব্যস্ত থাকবে, ইনকাম হবে, শরীর -মন থাকবে চাঙ্গা। লেখক ও গবেষক