
প্রকাশিত: Sun, Jan 1, 2023 4:11 PM আপডেট: Wed, May 14, 2025 11:57 AM
দেশ এগিয়ে যাক, শক্ররা সব নিপাত যাক
খন্দকার মেহেদী আকরাম
আমি বাকশালের শাসন আমল দেখি নাই। আমি সামরিক জান্তা জিয়াউর রহমানের শাসন আমল দেখি নাই। এরশাদের শাসন আমলের যতটুকু মনে পরে তা পরিপূর্ণ ছিল এরশাদের মুখমন্ডল, আকাশ থেকে উড়ে পরা ‘হ্যাঁ ভোট না ভোট ব্যালট পেপার’ এবং ৯০-এর অভ্যুথ্যান। আমি খাল খনন প্রকল্প দেখি নাই। তবে দেখেছি দেশ ব্যাপি খাম্বা রোপনের প্রকল্প এবং হাওয়া ভবন নির্মান। স্পাইক বাবরের ‘ডব ধৎব ষড়ড়শরহম ভড়ৎ শত্রুজ’ ইনিশিয়েটিভও এনজয় করতাম প্রতি রাতের টিভি নিউজে।
১৬ বছর হলো দেশ ছেড়ে চলে এসেছি অন্য দেশে। তবে গত ১০Ñ১২ বছরে দেশের যে মেগা প্রোজেক্টগুলোর একের পর এক বাস্তবে পরিণত হওয়া দেখেছি তা সত্যিই অভূতপূর্ব। সরকার চাইলেই একটা দেশের আমূল পরিবর্তন করতে পারে। আমরা গত কয়েক বছরে সেই পরিবর্তনগুলোই দেখছি। এখন ঢাকার বুকে সর্বাধুনিক মেট্রোরেল চলছে। ভাবা যায়? দু’দিন পরে এই রেলের বিদ্যুত আসবে রাশিয়ার তৈরি সর্বাধুনিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে। পদ্মা সেতু এবং তা সংলগ্ন অত্যাধুনিক হাইওয়ে যা ব্রিটিশরা তাঁর নিজের দেশে তৈরি করেছে মাত্র ৩০ বছর আগে। আমি ব্রিটিশ মোটরওয়েতে নিয়মিত গাড়ি চালাই। পদ্মা ব্রীজের সঙ্গে যে হাইওয়ে সরকার নির্মাণ করেছে তা হুবুহু ব্রিটিশদের মোটরওয়ের মতো। এভাবেই দেশ এগিয়ে যাবে সামনে।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
