প্রকাশিত: Wed, Jan 11, 2023 5:14 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:35 PM

নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ সংসদীয় কমিটির

সালেহ্ বিপ্লব: পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সভায় অংশগ্রহণ করেন। সভায় সংসদ সদস্যরা বলেন, নদীমাতৃক দেশে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশের উন্নয়নে নদীর নাব্য ফিরিয়ে আনা জরুরি। তারা অবিলম্বে চলমান নদী খনন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার তাগাদা দেন।

সভায় সাতক্ষীরা জেলার পোল্ডার নং- ১,২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ঠাকুরগাঁও জেলার তীরনই নদী খনন কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। এছাড়া হাওর বন্যা ব্যবস্থাপনা  এবং জীবন-যাপন উন্নয়ন প্রকল্পের  অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তা, পানি সম্পদ মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায়  অংশগ্রহণ করেন। সম্পাদনা: খালিদ আহমেদ