
প্রকাশিত: Thu, Jan 12, 2023 3:41 PM আপডেট: Tue, Apr 29, 2025 7:32 PM
পতন যখন স্পষ্ট, তখনই অসংলগ্ন কথা বেড়ে যায়, সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল
খালিদ আহমেদ: ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন যখন স্পষ্ট হয়, পতন যখন দেখতে পায়, তখন অসংলগ্ন কথাবার্তা অনেক বেড়ে যায়। আওয়ামী লীগকে হটানো যাবে না; বিএনপি কঠোর কোনো কর্মসূচি দিলে সরকার আরও কঠোর হবে, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকেরা বিএনপির প্রতিক্রিয়া জানাতে চাইলে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ১১ জানুয়ারি দেশের সব বিভাগীয় সদরে দলটির ডাকা গণ-অবস্থান কর্মসূচিতে হামলার বিষয়ে গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যেকোনো ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক সরকার যখন থাকে, জনগণের সঙ্গে যখন তাদের সম্পর্ক থাকে না, জনবিচ্ছিন্ন হয়, যখন জনগণ প্রতিবাদ করতে শুরু করে, তখন এ ধরনের সরকার আরও বেশি আক্রমণাত্মক হয়। নির্যাতন শুরু করে। ইতিহাস প্রমাণ করে, নির্যাতন-নিপীড়ন করে এই আন্দোলনকে দমন করা যায় না। এ আন্দোলনে বিজয় অবশ্যম্ভাবী।
প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর অনেক কথারই জবাব দিই না। কারণ, উনি কখন কী বলেন, জনগণ ঠিক বুঝতে পারে না। এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন নাই। কাজেই সেটার প্রমাণ হবে।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথারও উত্তর দেই না। আমার মতোই সারা দেশের মানুষ ওনার কথার কোনো গুরুত্ব দেয় না। সেটার প্রমাণ পান আপনারা উনি “স্মার্ট বাংলাদেশ” বলার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটেছে, এটাই সিমবলিক ঘটনা, প্রতীকী ঘটনা ঘটেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে গতকাল ফরিদপুর ও ময়মনসিংহে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তার না করে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। হামলা চালিয়ে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
