প্রকাশিত: Fri, Jan 13, 2023 3:27 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:51 PM

চট্টগ্রামেও মেট্রোরেল হবে: ওবায়দুল কাদের

এম এম লিংকন, কামাল পারভেজ : রাজধানীর মত বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই লক্ষ্যে সম্ভব্যতা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অর্থনৈতিক সংকটকালে পাঁচ মাস আমদানি করার মতো রিজার্ভ জমা আছে বাংলাদেশ ব্যাংকে। এছাড়া বিএনপির ১৬ জানুয়ারির কর্মসূচিতেও আওয়ামী লীগ রাজপথে সতর্ক অবস্থানে থাকবে বলে জানান তিনি। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সেতুমন্ত্রী।

চট্টগ্রাম আরও এগিয়ে যাবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম আমাদের প্রাণের স্পন্দন, অর্থনীতির স্পন্দন। আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অবদান আমরা স্বীকার করি। টানেল হয়ে গেলে চট্টগ্রামে জাদুকরী পরিবর্তন আসবে।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেটি দক্ষিণের এশিয়ার কোথাও নেই। আমি প্রথম যখন এলাকাটি দেখতে যায় তখন দাঁড়িয়ে মনে হয়নি এরকম একটা কিছু হতে পারে। সাংহাইয়ের মতো চট্টগ্রাম হচ্ছে ওয়ান সিটি টু টাউন। এ টানেলে ব্যয় হচ্ছে ১০ হাজার ৩৪৪ কোটি টাকা। কাজের অগ্রগতি ৯৫ দশমিক ৫ শতাংশ। টানেলের কারণে কক্সবাজার আরও কাছে চলে আসবে।

বায়েজিদ সংযোগ সড়কে টোল নেওয়ার বিষয়টি জানতে চাইলে মন্ত্রী বলেন, টাকা খরচ করে সুন্দর সড়ক করা হয়েছে। এতো সুন্দর সড়কে চলাচল করবেন টোল দিতে হবে না? পৃথিবীর বিভিন্ন দেশের সড়কে টোল নেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মুদ্রাস্ফীতি ৯-এর ওপর চলে গিয়েছিল, এখন ৮ এর নিচে নেমে গেছে। আইএমএফের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ।

তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলারের বেশি এবং ২০২৬ সালে চার হাজারে ডলারে পৌঁছাবে। বাংলাদেশ এখনও পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। একজন নেতার জন্য সেটি সম্ভব হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দেন। তিনি বাংলাদেশের রূপকার। সম্পাদনা: এল আর বাদল