প্রকাশিত: Sun, Jan 15, 2023 3:44 PM
আপডেট: Tue, Apr 29, 2025 1:49 PM

আজ রাজধানীতে বিএনপি ও সমমনাদের গণসমাবেশ ও মিছিল

জেরিন আহমেদ : গণমিছিল ও গণঅবস্থান কর্মসূচির পর এবার তৃতীয় কর্মসূচি হিসেবে রাজধানীতে গণসমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। সঙ্গে থাকবে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে পৃথকভাবে কর্মসূচি পালন করবে দলগুলো। 

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ ও মিছিল হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন থাকবেন।

গণতন্ত্র মঞ্চ সোমবার ১১টায় কাওরান বাজারে এনার্জি রেগুলেটরি কমিশন ভবনের সামনে সমাবেশ করবে। অলি আহমদের এলডিপি পান্থপথে এফডিসি সংলগ্ন অফিসের সামনে সমাবেশ করবে। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ২টায় পল্টনে প্রীতম হোটেলের উল্টো দিকে আল রাজি ভবনের সামনে সমাবেশ ও মিছিল করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা ৩০ মিনিটে সমাবেশ করবে বাম গণতান্ত্রিক ঐক্য জোট। সম্পাদনা: সালেহ্ বিপ্লব