প্রকাশিত: Sun, Jan 22, 2023 6:00 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:34 PM

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু

সংসদে সংরক্ষিত নারী আসনের জামানত দ্বিগুণ করার প্রস্তাব

এম এম লিংকন: আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ নির্ধারণ করবে। রোববার নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানত দ্বিগুন করার আইন করছে সংস্থাটি। ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এটি সাধারণ আসনের মতো ২০ হাজার করার প্রস্তাব করা হয়েছে। 

এছাড়া সংবিধানে নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করার নির্বাচনী আইন চাইছে কমিশন। 

তিনি বলেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে এখন পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর তা পাস হবে। আইনটি পাস না হলে বিদ্যমান আইনানুযায়ী নির্বাচন হবে। 

জাহাংগীর আলম বলেন, শূন্য আসনে নির্বাচনের সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হচ্ছে। আলোচ্যসূচির বিবিধ বিষয়ে ইভিএম বা অন্য কোনো বিষয় নিয়ে সভায় আলোচনা হয়নি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব