প্রকাশিত: Fri, Feb 3, 2023 3:48 PM
আপডেট: Wed, Apr 30, 2025 2:10 AM

নির্বাচনের আগে লাপাত্তা

বাসায় ফিরে আসিফ বললেন মানসিক চাপে সরে গিয়েছিলাম

আবুল হাসনাত: নির্বাচনের তিনদিন আগে ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাসা থেকে লাপাত্তা হয়ে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। পরিবার থেকে তাকে নিখোঁজ দাবি করে সন্ধান পেতে প্রধানমন্ত্রীর সাহায্য চাওয়া হয়। নির্বাচনের পর ২ ফেব্রুয়ারি জানা যায়, তিনি রাজধানীর বসুন্ধরায় নিজের বাসায় লুকিয়ে ছিলেন। বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে আশুগঞ্জের বাসায় ফেরেন তিনি।

আবু আসিফ আহমেদ বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় আমি চাপ অনুভব করছিলাম। তাই মানসিক চাপে সরে গিয়েছিলাম। নির্বাচন শেষ হওয়ায় আমি ফিরে এসেছি।

তার স্ত্রী মেহেরুন নিসা মেহরিন জানান, এমনটা করার কারণ জানতে চাইলে তিনি আমাকে জানান, তিনি অনেক ভয় পাচ্ছিলেন। তার হাতে মোবাইল ছিল না। সেজন্যে কারও সঙ্গে যোগাযোগ করেননি। অন্য নম্বর থেকেও ফোন দেয়ার সাহস পাননি। আমাকে বলেছেন আতঙ্কে ছিলেন। যেহেতু ইলেকশন শেষ, আতঙ্ক নেই। তাই চলে এসেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব