প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:39 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:58 AM

১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পাল্টাপাল্টি কর্মসূচি

আন্দোলন জোরদার করতে তৃণমূলে যাচ্ছে বিএনপি, আওয়ামী লীগের লক্ষ্য সরকারের উন্নয়ন তুলে ধরা

এম এম লিংকন: সরকার পতনের আন্দোলনে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করতে ইউনিয়ন পর্যায়ে ১১ ফেব্রুয়ারি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা বিভিন্ন দল। ওই দিনই সারা দেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

১১ ফেব্রুয়ারি বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রার বিষয়ে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। সভা-সমাবেশ করার অধিকার আমাদের আছে। আমারা শান্তিপূর্ণভাবেই সারাদেশব্যাপি সরকার পতনের পদযাত্রা করবো। যে কোন ধরনের সহিংসতা এড়াতে আওয়ামী লীগের কাছে আমরা গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করছি।  

বিএনপির সমমনা জোটের সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে গণপদযাত্রা ও গণসংযোগ করবে গণতন্ত্র মঞ্চ। 

১১ ফেব্রুয়ারি দেশব্যাপি আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এসেছে। বছর জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের জনগণকে এই সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরা হবে। সেই সঙ্গে নেতা-কর্মীদের চাঙ্গা রাখতেও এই ধরনের সমাবেশ হাতে নিয়েছে আওয়ামী লীগ। 

একই দিনে বিরোধী দল এবং সরকারী দলের কর্মসূচিতে কোন ধরনের সহিংসতা ঘটবে কি না, জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনার উদারতায় বিএনপিসহ অন্যদলগুলো শান্তিপূর্ণভাবে বিভিন্ন আন্দোলন করতে পারছে। তবে বিএনপিসহ নামে মাত্র ছোট ছোট দলগুলো অসাংবিধানিকভাবে সরকারের পতন চাইছে। তাদেরকে বিশ্বাস নেই, তারা সন্ত্রাসের মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করতে পারে। দেশ ও জনগণের জান-মালের সুরক্ষা দিতে আওয়ামী লীগ সর্বদা সজাগ থাকবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব