
প্রকাশিত: Fri, Feb 10, 2023 4:39 PM আপডেট: Wed, Apr 30, 2025 2:20 AM
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: আমীর খসরু
মাজহারুল ইসলাম: বিএনপির কর্মসূচির পাশাপশি পাল্টা কর্মসূচি দেওয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করে আরো বলেন, দেশ থেকে লুট করে বিদেশে সম্পদ কেনার উৎসব করছে আওয়ামী লীগ সরকার। ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বিভিন্ন শক্তিকে ব্যবহার করে জনতার ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।
জনগণের আন্দোলনে ভয় পেয়ে সরকার নানা রকম নিপীড়ন শুরু করেছে উল্লেখ করে তিনি আমীর খসরু বলেন, গ্রেপ্তার, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার অপচেষ্টা চলছে। কিন্তু সরকার যত বেশি অত্যাচার করছে, আন্দোলন তত শক্তিশালী হচ্ছে।
বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া সরকারের রাজনৈতিক দৈন্য মন্তব্য করে আমীর খসরু বলেন, স্বতন্ত্র কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ এখন বিএনপির কাউন্টার কর্মসূচি দিয়ে হাস্যকর দলে পরিণত হয়েছে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। এতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
