প্রকাশিত: Sat, Feb 11, 2023 4:33 PM
আপডেট: Wed, Apr 30, 2025 2:03 AM

দেশ ও জনগণকে বাঁচাতে রাজপথে নামুন: গয়েশ্বর

সালেহ্ বিপ্লব: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি হচ্ছে। দাবি একটাই, আমরা সুষ্ঠু-অবাধ নির্বাচন চাই। আমরা আমাদের ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, কেন্দ্রে গিয়ে দেব এবং রাতে নয় দিনে দেব। এটা হচ্ছে আমাদের মূল দাবি।

১০ দফা দাবিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় পদযাত্রা করেছে বিএনপি। কর্মসূচি শেষে আলুকান্দা স্যান্ড বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন গয়েশ^র। 

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু-অবাধ নির্বাচন হতে পারে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে এ সরকারকে পদত্যাগ করতে হবে। কারণ এ সরকার ভোটে নির্বাচিত না। পুলিশ রাতের বেলায় ভোট দিয়েছে। আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা ও সংসদ নির্বাচনের কোথাও ভোট দিতে পারেন না।

তিনি বলেন, ভোট কেন্দ্রে যেতে পারেন না, এর জন্য তো দেশটা স্বাধীন হয়নি। আমরা তো গণতান্ত্রিক দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে আমি ভোট দিতে পারব না কেন? দুধের মধ্যে তেঁতুল পড়লে দুধ নষ্ট হয়। সুতরাং এ সরকার যেখানে আছে সেখানে গণতন্ত্র নষ্ট। অর্থাৎ যেখানে আওয়ামী লীগ থাকে সেখানে গণতন্ত্র থাকে না।

তিনি বলেন, বিএনপির নেতা দিয়ে নয়; দেশের বিশিষ্টজনদের দিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই সরকার একটি নির্বাচন কমিশন গঠন করবে। তারপরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিবেন আপনারা। সেই নির্বাচনে বিএনপি অংশ নিবে।

বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এ সংক্ষিপ্ত সমাবেশে জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন বক্তব্য দেন। সম্পাদনা: খাালিদ আহমেদ