প্রকাশিত: Sat, Feb 11, 2023 4:33 PM
আপডেট: Wed, Apr 30, 2025 2:20 AM

১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে হিংসা করে লাভ নেই: ওবায়দুল কাদের

এম এম লিংকন, তাছাদ্দুক রাজা: বিএনপিকে উদ্দেশ্য করে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে তারা। শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার, তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন। শনিবার সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পাল্টাপাল্টি করলে আপনারা করেন। যখন আপনারা ক্ষমতায় ছিলেন, তখন রাস্তায় দাঁড়াতে দেননি আমাদের। অথচ বিএনপির কোন সমাবেশে হামলা চালায়নি আওয়ামী লীগ। আমরা সভা করলে পাল্টা সমাবেশ, ১৪৪ ধারা দিয়ে পুলিশ সমাবেশ বন্ধ করতো। আমাদের পার্টি অফিসের সামনে শান্তি সমাবেশ করছিলাম, আমাদের নেত্রীকে টার্গেট করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি। এ সময় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল হয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না, এই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কোনো বিভাগে আওয়ামী লীগের লোকেরা বিএনপির ওপর কোনো সমাবেশে হামলা চালিয়েছে? এর প্রমাণ আছে? তাহলে কেন পাল্টাপাল্টি বলবেন?

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান গোলাপগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা। এখন খোঁড়াতে খোঁড়াতে পদযাত্রা করছে, ছুটতে আর পারছে না। জেলায়-বিভাগে সমাবেশ-বিক্ষোভ, এখন আবার গ্রামে ইউনিয়নে ইউনিয়নে। কালকে পত্রিকার বন্ধুদের বলবো, মিডিয়াকে বলবো, কয়টা ইউনিয়নে বিএনপির পদযাত্রা হচ্ছে? আগে খবর নিয়ে দেখুন, সত্যটা তুলে ধরুন। আমাদের কিন্তু আজ সারা বাংলাদেশে শান্তি সমাবেশ হচ্ছে। সব ইউনিয়নে। খবর পেয়েছি, শান্তি সমাবেশ সফল হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব