
প্রকাশিত: Fri, Feb 17, 2023 4:41 PM আপডেট: Wed, May 7, 2025 5:18 AM
বিএনপির আন্দোলন নিয়ে একদমই ভাবছে না আওয়ামী লীগ, মাঠে থাকবে
এম এম লিংকন: বিএনপিসহ সমমনা দলগুলো সরকার পতনের ১০ দফা আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দিচ্ছেন। তবে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির হুঁশিয়ারি শুধু শুনেই আসছে দেশের জনগণ, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছে না। বিএনপি কখন জোরদার আন্দোলন করবে তা নিয়ে একদম ভাবছে না আওয়ামী লীগ। সাংবিধানিকভাবে নির্বাচনে না আসলে আন্দোলন করে কিছুই করতে পারবে না বিএনপি। জাতীয় নির্বাচন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশ ও জনগণের জান-মাল রক্ষার্থে এবং ভোট চাইতে নিয়মিত মাঠে থাকবে ক্ষমতাসীন দল।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির কঠোর ও জোরদার আন্দোলন দেশবাসী দেখছে। তারা সংবিধানকে না মানার কারণে সাধারণ জনগণের কাছ থেকে বিছিন্ন হয়ে গেছে। ১১ ফেব্রুয়ারি দেশের ২৪ জেলায় সংিসতা চালিয়েছে বিএনপি। তারা সুযোগ পেলে আবারও সহিংসতার মাধ্যমে দেশের মানুষকে পুড়িয়ে মারবে। এরআগে তারা আন্দোলনের নামে রাস্তায় আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। আমাদের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক উদার মানসিকতায় বিএনপি এখনও বিভিন্ন সভা-সমাবেশ করতে পারছে। এমন কি বিরোধী দলের সমাবেশে কোন ধরনের বাধা না দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা আমাদেরকে দলীয় অফিসের সামনেও সভা-সমাবেশ করতে দেয়নি।
পাল্টা-পাল্টি কর্মসূচির প্রসঙ্গে নাছিম বলেন, একই স্থানে আমরা সমাবেশ করছি না। এই সরকারের উন্নয়ন তুলে ধরতে ও সামনে নির্বাচনে আবারো নৌকায় ভোট চাইতে নিয়মিত কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের। প্রতিটি মানুষের দরজায় দরজায় ভোট চাইতে যাবে দলটি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গণতন্ত্রের ধারাকে অব্যহত রাখতে চায়। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা চাই, বিএনপি ভোটে এসে দেখুক জগণের কাছে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান আমাদের নতুন সময়কে জানান, বিএনপি কাজের থেকে আওয়াজ দেয় বেশি। তাদের সমাবেশে লাখ লাখ মানুষ থাকার ঘোষণা দেন, কিন্তু বাস্তবে কয়েক হাজার মানুষকে উপস্থিত দেখা যায়। জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। আসলে সাধারণ জনগণের মঙ্গলের জন্য বিএনপি কোন দিন রাজনীতি করেনি। আমরা স্পষ্ট বলতে চাই, সভা-সমাবেশ, আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ রাজপথের দল। আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালালে জনগণকে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
