
প্রকাশিত: Fri, Feb 17, 2023 4:42 PM আপডেট: Wed, May 7, 2025 5:10 AM
যুগপৎ আন্দোলনের খসড়া চূড়ান্ত হার্ডলাইনে যাচ্ছে বিএনপি
মনিরুল ইসলাম: সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি এবং সমমনা দল ও জোট।
অভিন্ন দাবিতে ৭ দফার একটি যৌথ ঘোষণাপত্রের খসড়া তৈরি করছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বিএনপির ১০ দফা দাবি ও ২৭ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে নতুন এই ঘোষণাপত্র তৈরির কাজ চলছে । এ নিয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, এলডিপি, গণফোরামসহ (মন্টু) যুপপৎ আন্দোলনে থাকা অন্যান্য দল ও জোটের সঙ্গে বসবে বিএনপি। জামাতের সাথে বসবে কি না তা এখন পরিস্কার নয়।
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণতন্ত্র মঞ্চের জোনায়েদ সাকি এবং হাসনাত কাইয়ুমকে যৌথ ঘোষণাপত্র তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়। তারা দফায় দফায় বৈঠক করে ৭দফার একটি যৌথ ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছেন। যা যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা করে আরও সংযোজন-বিয়োজন করা হতে পারে। এই খসড়া ঘোষণাপত্র খুব শিগগিরই বিএনপির স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে। এরপর যৌথ ঘোষণাপত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
দলীয় সূত্র জানায়, কঠোর কর্মসূচির ঘোষণার জন্য কেন্দ্রের ওপর তৃণমূল নেতা-কর্মীদের চাপ দিন দিন বাড়ছে। ঢাকা অভিমুখে রোডমার্চ বা লংমার্চের মতো কঠোর কর্মসূচির দাবি উঠেছে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে।
এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছি। আন্দোলনের বাঁকেই কর্মসূচি ঘোষিত হবে। এই মুহূর্তে বলা যায় না কখন কী কর্মসূচি আসবে। কেউ কেউ বলছেন, ঢাকা অভিমুখে লংমার্চ বা রোড মার্চ কর্মসূচি আসছে। এ ব্যাপারে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সময়ই বলে দিবে কি করতে হবে। আন্দোলন নিয়ে এর বেশি কথা বলব না।
একটি সূত্রে জানা গেছে, ৪ মাস ব্যাপী কর্মসূচির রোডম্যাপ করেছে বিএনপি। এটি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে রয়েছে।
এই রোড ম্যাপ অনুযায়ী, মহানগরের পর উপজেলা, থানা এবং পৌরসভায় কর্মসূচি দেওয়া হবে। এরপর আবার জেলায় জেলায় কর্মসূচি শেষ করে মহানগরে কর্মসূচি পালন করা হবে। এভাবে কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে চূড়ান্ত আন্দোলনের পথে হাঁটতে চায় বিএনপি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
