প্রকাশিত: Sat, Mar 18, 2023 7:38 AM আপডেট: Sun, Apr 2, 2023 7:46 AM
সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে: ওবায়দুল কাদের
মাজহারুল ইসলাম: শুক্রবার সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সংবিধান অবিকৃত রেখে সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ। বিএনপি সরকার বারবার সংবিধানের ওপর আঘাত এনে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে সেই আলোকে আগামী নির্বাচন করবে।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৭টায় ১২মিনিটে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় আওয়ামী লীগের সিনিয়র ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের
বিদেশিদের বিবৃতিতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়, প্রশ্ন তথ্যমন্ত্রীর
গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল
নিজেদের দুঃসহ ইতিহাস আড়াল করতেই অপপ্রচারে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের
চিঠি পাঠানোয় সিইসিকে ধন্যবাদ, প্রস্তাব গ্রহণ করতে পারছে না বিএনপি: মির্জা ফখরুল
প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের

বিদেশিদের বিবৃতিতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়, প্রশ্ন তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল

নিজেদের দুঃসহ ইতিহাস আড়াল করতেই অপপ্রচারে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের
