
প্রকাশিত: Sat, Mar 18, 2023 7:39 AM আপডেট: Sun, Apr 2, 2023 8:04 AM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের
রিয়াদ হাসান: নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে উদ্ভুত পরিস্থিতিতে প্রধান বিচারপতির উদ্যোগও কামনা করেন।
তিনি বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ এমন একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়। এটা বড় লজ্জার বিষয়।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র এখন বিপন্ন। পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সুপ্রিম কোর্টে সাংবাদিকসহ আইনজীবীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে হামলার ঘটনায় আবারো প্রমাণ হয়ে গেল এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। দেশে যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, তা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বর্তমান সরকার।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময় বলে আসছি যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্র-ছায়ায় দেশের কোথাও কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে ইতোপূর্বে বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রমাণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসনের নির্বাচন করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, জানি না আজকে আপনারা কতটুকু গুরুত্বের সঙ্গে চিন্তা করছেন? কতটুকু আপনার উদ্বিগ্ন হচ্ছেন? এ দেশের যারা সিনিয়র আইনজীবী আছেন, যারা প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি আছেন, যারা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন, যারা এ রাষ্ট্রের জন্ম দিয়েছেন, মুক্তিযোদ্ধারা, তারা কীভাবে এ ধরনের ঘটনাকে মেনে নিতে পারেন?
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বিচারপতির কাছে গিয়েছিলেন আমাদের আইনজীবীরা। তিনি বলেছেন, আমার যদি কিছু করার থাকে তাহলে আমি করব। তিনি যদি এ কথা বলেন তাহলে কোথায় যাব আমরা? কার কাছে যাব আমরা? এদেশের মানুষ কোথায় যাবে? সম্পাদনা: মাজহারুল ইসলাম, সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের
বিদেশিদের বিবৃতিতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়, প্রশ্ন তথ্যমন্ত্রীর
গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল
নিজেদের দুঃসহ ইতিহাস আড়াল করতেই অপপ্রচারে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের
চিঠি পাঠানোয় সিইসিকে ধন্যবাদ, প্রস্তাব গ্রহণ করতে পারছে না বিএনপি: মির্জা ফখরুল
প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের

বিদেশিদের বিবৃতিতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়, প্রশ্ন তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল

নিজেদের দুঃসহ ইতিহাস আড়াল করতেই অপপ্রচারে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের
