প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:47 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:50 AM
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য পুরোপুরি সঠিক নয়: আইনমন্ত্রী
মহসীন কবির: মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ডিবিসি, সময় টিভি
মন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে রাস্তাঘাট বন্ধ করে কোনো জনসমাবেশ করা যাবে না বলে সংবিধানে উল্লেখ রয়েছে। তাই রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেউ কেউ এই মানবাধিকার লঙ্ঘন করছে। যারাই লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।
তিনি বলেন, যাদের দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় তারাই বাংলাদেশের কিছু কিছু বিষয় নিয়ে হস্তক্ষেপ করে। যারা বিদেশে বসে মানবাধিকার লঙ্ঘনের কাজে যুক্ত রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সহযোগিতা করে না।
আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত হয়ে যারা বাংলাদেশে আসেন তারা তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তারা যখন কথা বলেন তখন তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। বিদেশিদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ন হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে একমত নয় বাংলাদেশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, আইন আইনের মত চলবে সেক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করে না এবং করবে না।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে বোমা উদ্ধারের ঘটনা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির মতো একটি দলের কার্যালয়ে বোমা থাকাটা কতটা যুক্তিসঙ্গত, সেটি বিবেচনায় নিতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
