প্রকাশিত: Fri, May 26, 2023 4:36 PM
আপডেট: Tue, May 13, 2025 3:02 AM

ভোট সুষ্ঠু হয়েছে রেজাল্ট আমি মেনে নিয়েছি :আজমত উল্লা

হাসিব খান: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পরাজয়ের পর আজমত উল্লা এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ইভিএমে ভোট দেয়ায় কিছু ত্রুটি ছিলো, অনেক লোক ভোট দিতে পারেনি তবে ভোট সুষ্ঠু হয়েছে। যিনি বিজয়ী হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই।

শুক্রবার টঙ্গীর নিজ বাসভবনে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওনি যদি সহযোগিতা চায় আমি করবো,দেখা যাক কি ধরনের সহযোগিতা চায়।

তিনি আরো বলেন, আমি যেহেতু দলীয় প্রার্থী ছিলাম সেক্ষেত্রে দলীয় কিছু বিষয় আছে এগুলো চুল চেরা বিশ্লেষণ করে আমি আমার মতামত দিব। আমি একটা নীতি মেনে চলি।

 আমি আগেই বলেছি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন আমার বিপক্ষে গেলেই আমি বলব এটা সঠিক না- এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। সম্পাদনা : জাফর খান