
প্রকাশিত: Fri, May 26, 2023 4:37 PM আপডেট: Tue, May 13, 2025 4:03 AM
কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিপুন রায়সহ আহত অর্ধশতাধিক
রিয়াদ হাসান: বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা নিয়ে ঢাকার কেরানীগঞ্জে দলটির নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায়সহ প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। এসময় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে।
বিএনপির দাবি, সমাবেশের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। তারা বিএনপির সমাবেশের ওপর পাথর, ইট নিক্ষেপ করতে থাকে। তাদের হামলায় আহত নেতা-কর্মীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হয়। এরমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলার অভিযোগ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেছেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। ঢাকা মেইল
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন পাল্টা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের ২০ থেকে ২২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রথম আলো
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশাক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান ও ইটপাটকেল ছোড়েন। এতে আমাদের অন্তত ৩০-৩৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। মামলা-হামলা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। আগামী নির্বাচনে জনগণ এর জবাব দেবে। মানবজমিন
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে সভাপতিত্ব করেন খন্দকার আবু আশফাক। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
