প্রকাশিত: Thu, Jun 22, 2023 10:39 PM
আপডেট: Tue, May 13, 2025 7:25 PM

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও মিথ্যা: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেটা রাজনৈতিক কৌশল। বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং এই সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলশূন্য মাঠ তৈরিতে সরকার আবারো চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলাই শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়া হচ্ছে। বিএনপির যারা জনপ্রিয় ও সম্ভাব্য প্রার্থী তাদের সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে নির্যাতন করে নির্বাচনে যেতে বাধ্য করছে।

বিএনপি মহাসচিব বলেন, সারাবিশ্ব যেখানে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করছে সেখানে এ অনির্বাচিত সরকার মিথ্যাচারের পাশাপাশি দমনপীড়নে অব্যাহত রেখেছে।

তিনি বলেন, চূড়ান্ত আন্দোলনকে সামনে রেখে ঢাকা মহানগরকে নেতৃত্বশূন্য করতে একযুগ আগের মামলায় সাজা দেওয়া হচ্ছে। মানুষ কোথায় ন্যায় বিচার পাবে? হাইকোর্ট, প্রশাসন কোথাও সুবিচার নেই।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশে ফখরুল বলেন, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা-আকাক্সক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বেআইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

বিএনপির এই মুখপাত্র আরো বলেন, তারা (সরকার) বুঝতে পেরেছেন যে জনগণ তাদের আর গ্রহণ করবে না। তাই কোনোভাবেই তারা নিরপেক্ষ নির্বাচনের কথা শুনছেন না। একেবারে ওদিকে তারা যাচ্ছেন না। একটাই কথা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আরে সেই সংবিধান কে কাটাছেড়া করেছে? সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তাহলে ত্রয়োদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটাই থাকবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মনির হোসেন চেয়ারম্যান, আ না ম সাইফুল ইসলাম, খন্দকার এনামুল হক এনামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না