প্রকাশিত: Wed, Aug 23, 2023 11:54 PM
আপডেট: Mon, Sep 25, 2023 6:20 PM

[১]বিএনপি জঙ্গিগোষ্ঠীকে উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

জেরিন আহমেদ: [২] বিএনপির মদদেই জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক পরিচালনা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদমাধ্যমে বুধবার পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। সূত্র: বাংলা ট্রিবিউন, নিউজ বাংলা

[৩] বিবৃতিতে তিনি বলেন, বিএনপির সহায়তা, প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় এ দেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ভারত ও পশ্চিমা বিশ্বকে দেখাতে সরকার দেশে জঙ্গি নাটক করছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, বিবৃতিতে তার তীব্র প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

[৪] তিনি বলেন, তাদের (বিএনপি) কাছে জঙ্গি দমনের প্রচেষ্টাকে নাটক মনে হবে, এটাই স্বাভাবিক। কারণ বিএনপির মদদেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক। বিএনপির সহায়তা, প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় এ দেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে। 

[৫] তখন বিএনপি নেতারা বলেছিলো, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। অথচ পরবর্তীতে দিবালোকের মতো স্পষ্ট ও প্রমাণিত হয় বিএনপির শীর্ষ নেতৃত্বের পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বাংলা ভাইয়ের সৃষ্টি এবং জঙ্গি সংগঠনসমূহের বিকাশ ঘটেছিল।

[৬] ওবায়দুল কাদের আরও বলেন, রাজশাহীতে প্রশাসনের সহায়তায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিয়েছিল বাংলা ভাইয়ের জঙ্গি বাহিনী। জঙ্গি নেতাদের সাথে বিএনপির তৎকালীন মন্ত্রী, এমপিদের প্রকাশ্য বৈঠকের ছবি দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

[৭] বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদের বীষবৃক্ষ রোপণ করে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। 

[৮] বিএনপির পৃষ্ঠপোষকতায় এ দেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতির যাত্রা শুরু হয়। জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক রাজনীতির যে চারা রোপণ করেছিল, তার পত্নী খালেদা জিয়ার শাসনামলে তা ব্যাপক বিস্তৃতির মধ্য দিয়ে এক মহীরুহে পরিণত হয়। 

[৯] ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয় নারকীয় গ্রেনেড হামলা।

 [১০] আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতির ধারক-বাহক উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছে এবং উদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। সূত্র: ঢাকা পোস্ট

আরও সংবাদ

...
[১]বিএনপি নেতারা সিঙ্গাপুরে চিকিৎসা নাকি ষড়যন্ত্র করতে গেছেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর
...
[১]প্রবাসী বাংলাদেশিদের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী [২]‘এবার বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের রেহাই দেবে না’
...
১]বাংলাদেশের নির্বাচনে ‘ভারত ফ্যাক্টর’ [২]এ নিয়ে অনর্থক উদ্বিগ্ন হওয়ার কারণ দেখি না: মতিয়া চৌধুরী [৩]দিল্লি ঢাকার বন্ধু না হয়ে শুধু একটি দলের বন্ধু হয়েছে: গয়েশ^র রায় [৪]ভারতকে শত্রু ভেবে এখানে রাজনীতি করা সম্ভব নয়: মুজিবুল হক চুন্নু
...
[১]বিএনপি জঙ্গিগোষ্ঠীকে উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের
...
আওয়ামী লীগ শিষ্টাচারের দল নয়, সন্ত্রাসী দল :মির্জা ফখরুল
...
[১]রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, কিছু লোক ষড়যন্ত্র করছে: জি এম কাদের