প্রকাশিত: Fri, Nov 10, 2023 11:55 PM আপডেট: Tue, Sep 17, 2024 8:42 PM
[১]বিএনপি আসুক না আসুক নির্বাচন যথাসময়েই: কৃষিমন্ত্রী
লিয়াকত হোসেন, মধুপুর (টাঙ্গাইল): [২] ড. আব্দুর রাজ্জাক বলেছেনন, কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না, এ রকম বিধান সংবিধানে নেই। বিএনপি না এলেও আরো অনেক দল নির্বাচনে আসবে।
[৩] তিনি আরো বলেন, আমাদের নির্বাচন কমিশনার অত্যন্ত শক্তিশালী ও স্বাধীন। কোনো কর্মকর্তা ও কর্মচারী অনিয়ম করলে নির্বাচন কমিশনার তাকে বদলি ও চাকুরিচ্যূত করতে পারবেন। যারা আগুন সন্ত্রাস করে গাড়ি পুড়িয়ে নিবার্চন বাধাগ্রস্ত করতে চায় দক্ষ পুলিশ বাহিনী তাদেরকে প্রতিহত করবে।
[৪] মন্ত্রী আরো বলেন, সারাদেশের মানুষ আমাদের পাশে আছে। আগামী জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দর পরিবেশে ভোট হবে। দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।
[৫] শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
[৬] অ্যাড. ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সেন্ট পৌলস ক্যাথলিক গির্জার ফাদার লরেন্স সিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আলোক হেল্থ কেয়ার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন ও যষ্টিকা নকরেক প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না