প্রকাশিত: Sun, Nov 12, 2023 11:37 PM
আপডেট: Wed, Dec 6, 2023 3:53 AM

[১] অবরোধে রাজধানীসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল

মাসুদ আলম: [২] চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রোববার রাজধানীর জনজীবন ছিলো অনেকটাই স্বাভাবিক। যাত্রী সংকট ও নিরাপত্তা আশঙ্কায়  মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। তবে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও থ্রি-হুইলারসহ হালকা যানবাহন চলাচল ছিলো অনেকটা স্বাভাবিক।  

[৩] বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের দেখা মেলেনি। ১৫ দিন ধরেই তালাবদ্ধ কার্যালয়টির দুইটি কলাপসিবল গেট। নেতাকর্মীরা দূরে থাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীরাও এই কয়দিনের মধ্যে কার্যালয়ের ধারে কাছে আসেননি। 

[৪] অবরোধের আগের দিন শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে রাজধানীতে ৭টি যানবাহনে আগুন দেওয়া হয়। 

[৫] রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।  তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৬] রোববার সকাল সাতটায় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে বিএনপির সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের করে। যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ, সায়েদাবাদ, চকবাজার উর্দু রোড ও ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। বংশালে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া গুলশান, নাবিস্কো, বনশ্রীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে বিএনপি ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টা ১০মিনিটে মিরপুর-১০ গোল চত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসের আগুন দেওয়া হয়। 

[৭] রাজধানীর সেগুনবাগিচা, নাজিম উদ্দিন রোডের চানখারপুল, বাংলামোটর, ডেমরা মহাসড়ক, যাত্রাবাড়ী, মুগদা কমলাপুর বিশ্বরোড এলাকা, উত্তরা, পল্লবী, হাতিরঝিল, বাড্ডা, মোহাম্মদপুর এলাকায় মিছিল করে  জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ।

[৮] রোববার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। 

[৯] তিনি আরও  বলেন, এসময়ের মধ্যে ১৩টি মামলা হয়েছে, তাতে ১ হাজার ৪৮৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।