প্রকাশিত: Sun, Dec 4, 2022 2:11 PM
আপডেট: Tue, Apr 29, 2025 4:05 AM

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ আইজিপির

এম এম লিংকন: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক  ভিত্তিতে নয়, আইনের মধ্য দিয়ে কাজ করছে পুলিশ। নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দলটির এমন অভিযোগের প্রসঙ্গে  শনিবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের ব্যাপারে বিএনপি প্রতিনিধি দলের অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে আমাদের। আর ওনারা (বিএনপি) যে অভিযোগ দিয়েছেন এগুলো খতিয়ে দেখছি।

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি। এজন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

নয়াপল্টনে সমাবেশ করার অবস্থানে বিএনপি অনড় থাকলে পুলিশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা কর্মসূচি পালন করবে। 

এখনো সময় আছে। আমরা অপেক্ষা করবো। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব