প্রকাশিত: Thu, May 2, 2024 2:11 PM
আপডেট: Wed, Feb 19, 2025 8:40 PM

[১]আবারও হাসপাতালে খালেদা জিয়া

সালেহ্ বিপ্লব: [২] নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাতে প্রাথমিক পরীক্ষানিরীক্ষার সিদ্ধান্ত হয়, ভর্তি রেখে তার অন্যান্য জরুরি চেক আপ করা হবে। । 

[৩] সূত্রমতে, খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণের জন্য হাসপাতালের চতুর্থতলায় সিসিইউতে ভর্তি করা হয়েছে।

[৪] এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। হাসপাতালে পৌঁছান সন্ধ্যা সাতটা ৫ মিনিটে।

[৫] সর্বশেষ গত ৩০ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হয়েছিল। তিন দিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন।

[৬] ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।