প্রকাশিত: Wed, Jul 31, 2024 11:16 AM
আপডেট: Tue, Sep 17, 2024 8:25 PM

[১]বিএনপির সবাই সৎ হলে আমাদের ওপর আক্রমণ করলো কারা: মির্জা ফখরুলের কাছে ওবায়দুল কাদেরের প্রশ্ন

এম এম লিংকন: [২]  জামায়াত নিষিদ্ধে সরকারের এমন সিদ্ধান্ত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, আইনি বিষয়টি ভালভাবে দেখে নিতে হবে, যাতে কোন ফাঁক ফোকর দিয়ে এই অপশক্তি স্বাধীন বাংলাদেশে আর কোন সুযোগ না পায়।

[৩] দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি জার্মানিতে রাজনীতি করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াত যুদ্ধাপরাধী দল হিসেবে রায় আছে।

[৪] সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে হত্যা ও নাশকতার ঘটনায় নিরপরাধীরা যেন কোন ধরনের হয়রানির স্বীকার না হয় সেদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

[৫] এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, আমাদের ওপর আক্রমণকারীদের সঙ্গে আপনারা ঐক্য করেছেন এজন্য হামলাকারীদের দোষ চোখে পড়ছে না। 

[৬] মঙ্গলবার (৩০ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক যৌথ সভার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 [৭] জামায়াত, শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে ১৪ দলসহ  জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি, পরবর্তী গণজাগরণ মঞ্চ থেকেও এই দাবি জানানো হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ আদালতের রায়েও দলটিকে নিষিদ্ধ করা হয়।

[৮] কোটা সংস্কারে আন্দোলনে নিহতদের স্বরণে শোক দিবস রাষ্ট্রীয় নয়, জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

[৯] সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে প্রতিটি ওয়ার্ল্ডে ও ইউনিটে সমন্বয়ক কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি।

[১০] ১৫ আগস্টে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে এই শোকের মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করে থাকি উল্লেখ করে তিনি বলেন, এর আগেই গত ওয়ার্কিং কমিটির সভায় জাতীয় শোক দিবসে ও শোকের মাসে আমাদের কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

[১১] সে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মহানগর ও সহযোগী সংগঠন নিজেদের মাঝে সভা করে কর্মসূচি নির্ধারণ করেছেন জানিয়ে তিনি বলেন, মাত্র দুই তিনটা বাকি আছে।

[১২] এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।