প্রকাশিত: Wed, Jan 4, 2023 3:59 PM আপডেট: Tue, Apr 29, 2025 7:32 PM
গাইবান্ধায় ভোট পড়েছে ৩৫ শতাংশ
সিসিক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রের পরিবেশের অনেক উন্নতি হয়েছে: সিইসি
এম এম লিংকন: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়লেও কোন ধরনের অনিয়ম হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণে ইভিএমের ধীরগতি বা হ্যাং হওয়ার কোন অভিযোগ আসেনি। এই নির্বাচন সুষ্ঠু হতে সিসিটিভির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর শৈত্যপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়া ইসি রাশেদা সুলতানা এবং ইসি আনিছুর রহমান এই নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভোট কেন্দ্রে কোন ডাকাত দেখিনি। বুধবার বিকেলে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। গাইবান্ধা নির্বাচনে এবার ইভিএম নিয়ে কোন প্রকার অভিযোগ আসেনি উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, এই মেশিনে ধীরগতিও ছিল না। মেশিন হ্যাংও করেনি। কোন ধরনের ঝামেলা ছাড়াই সবাই ভোট দিয়েছে।
ভোটার উপস্থিতির ব্যাপারে সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবো না। ভোট প্রয়োগ করার দায়িত্ব ভোটারদের। যদি বলতেন, ভোটার যেতে বাধা দেওয়া হয়েছে, তাহলে বিষয়টি আমাদের ছিল। আর শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীতের কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, মাঠে যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন দায়িত্বে থাকবে, তাদের ওপর আমাদের নজরদারি থাকবে। ভোটে অত্যন্ত নিরপেক্ষ থেকে যে, পুলিশ, প্রশাসন ও আমাদের কর্মকর্তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আজকেও দৃষ্টান্ত স্থাপন করেছে।
রংপুরে ধীরগতিতে ভোট হওয়ার বিষয়ে সিইসি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সভার আহ্বান করেছি। আগামী বুধবার ওই বিষয়ে আমরা শুনে অবহিত হওয়ার চেষ্টা করবো, কী কারণে সেটা ঘটেছিল। গাইবান্ধায় ইভিএমে কোনো রকম ধীরগতি ছিল না। ইভিএম নিয়ে কোনো ধরনের অভিযোগও উত্থাপিত হয়নি।
১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। আজকে ভালোভাবে ভোট হলো। ১২ অক্টোবর হয়নি কেন, পার্থক্যটা কি? এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, একটা পার্থক্য হতে পারে, ভোটে সিসিটিভির ব্যবহারটা একেবারেই নতুন একটি সংযোজন। আমাদের ধারণা, সিসিটিভির মাধ্যমে ভোট পর্যাবেক্ষণটা অনেক তীক্ষè, সুক্ষ এবং অনেক কার্যকর হচ্ছে। যারা প্রার্থী, তারাও এ বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। ভোটকেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলে কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তারা সচেতন আছে বলেই আমরা মনে করি। ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরের শৃঙ্খলা এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
