প্রকাশিত: Sat, Jan 7, 2023 2:51 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:30 PM

প্রধানমন্ত্রীর আশ্বাসে জনগণের আস্থা নেই: ড. মোশাররফ

সালেহ্ বিপ্লব: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এ রকম আশ্বাসে জনগণের কোনো আস্থা নেই। 

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

তিনি ২০১৪ সালের দশম সংসদ ও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আমরা তো একটা নয়, দুইটা নির্বাচন দেখেছি। প্রধানমন্ত্রীর দেওয়া দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা আগে দেখেছি। ২০১৪ সালে নির্বাচন এ দেশের মানুষ বয়কট করেছিল। জনগণ ভোট দেয়নি, প্রার্থীও কেউ দাঁড়ায়নি আওয়ামী লীগ ছাড়া। আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে। জাপানের রাষ্ট্রদূত নিজেই তা বলেছেন।

ড. মোশাররফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ প্রতিহিংসাপরায়ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি বলেন, এক এগারোর জরুরি সরকার দেশকে বিরাজনীতিকরণ করে তাদের ভিশন সফল করতে চেয়েছিল। সেই সময় ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধু তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার আসামি করা হয়।

তিনি বলেন, আজ এমন এক সময়ে তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের ফরমায়েশি আদেশ দেওয়া হলো, যখন তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিপ্লব ও গণআন্দোলন চলছে। এই আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করছে। বাধা, প্রতিবন্ধকতা, গ্রেপ্তার, মিথ্যা মামলা, বিপুল দমনপীড়ন চালিয়েও আন্দোলন নস্যাৎ করতে পারছে না। জনস্রোত ঠেকাতে পারছে না। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে মামলায় হয়রানি করে নেতাকর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতে চায় সরকার। ড. মোশাররফ হোসেন বলেন, বিএনপির চলমান আন্দোলনকে নেতৃত্বশূন্য করতে প্রতিহিংসাপরায়ণ সরকার মিথ্যে, বানোয়াট, কাল্পনিক অভিযোগ মামলা ও রায় দিয়ে মিথ্যাচার করছে। দুর্নীতি দমন কমিশন যেন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ