
প্রকাশিত: Sun, Jan 8, 2023 4:53 PM আপডেট: Tue, Apr 29, 2025 7:48 PM
এনআইডির বিষয়ে কমিশন বৈঠকের পর সিদ্ধান্ত
ব্যালটে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি রাশেদা
এম এম লিংকন: ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) প্রকল্প পাশ না হলে ব্যালটেও ভোট গ্রহণের প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন। এরআগে কমিশন ঘোষণা করেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট করার সিদ্ধান্ত। তবে এর জন্য নতুন প্রকল্প পাসের বিষয়টি পর্যন্ত ঝুলে আছে পরিকল্পনা কমিশনে। আর জাতীয় পরিচয় পত্র ( এনআইডি) স্থানান্তর নিয়ে কমিশন বৈঠকে বসার পর আমাদের অবস্থান স্পষ্ট করার কথা বরছেন ইসি। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি রাশেদা সুলতানা এই কথা জানান। জাতীয় নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে ইসি রাশেদা সুলতানা বলেন, ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তিসাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম। এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোট করবো।
এই নির্বাচন কমিশনার বলেন, ১৫ জানুয়ারির মধ্যে নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে। সেই প্রস্তুতিও নিতে হবে। সময়মতো হলে তো ভালো। না হলে যা আছে তা নিয়েই করবো। গত ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর ইভিএমে ভোট গহণের জন্য শুরু করে এর বিভন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা। এক সময় তারা ঘোষণা দেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ১৫০ আসনে ভোট করার। তবে এজন্য নতুন করে ইভিএম কিনতে হবে। যদিও তাদের প্রস্তাব পাস এখনও হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে রাশেদা সুলতানা বলেন, আরপিও বিল আকারে রেডি করছে। সবকিছু যাচাই-বাছাই করে আমাদের কাছে পাঠাবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
আরেক প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকা না থাকা নিয়ে কোনো সংকট নেই। তবে এটা নিয়ে যেন টানাহেঁচড়া না হয়, যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেজন্য আমরা প্রযুক্তিবিদদের মতামত নিয়েছি। পরে কমিশন বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
