[১]কিছু খেলোয়াড় দেশের চেয়ে আইপিএলকে গুরুত্ব দেয় বেশি: কপিল
রাহুল রাজ: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পরাজয়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়ে ইন্ডিয়া। [৩] পাকিস্তানের কাছে দুমড়ে মুচড়ে দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হার। বিশ্বকাপ থেকে অকালে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের।
[৪] ভারতীয় জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ অকাল বিদায়ের কারণ হিসেবে দুটো বিষয়কে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হচ্ছে টানা বায়ো বাবলে থাকার অবসাদ। ভরতের মতে, ইংল্যান্ড সিরিজ ও আইপিএল খেলার পরে বিশ্বকাপ খেলতে হয়েছে ভারতকে। ফলে টানা বায়ো বাবলে থেকেছেন কোহলিরা। ছয় মাস ধরে ওরা বায়ো বাবলে রয়েছে। এটা শারীরিক এবং মানসিকভাবে গভীর প্রভাব ফেলে।
[৫] ভরতের মতে, আর একটি কারণ হচ্ছে টসভাগ্য। সম্পাদনা: হাসান হাফিজ