স্পোর্টস ডেস্ক: [২] রেগে গিয়ে টিভি অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ায় এবং পরবর্তীতে অনুষ্ঠানে যোগ না দেওয়ায় শোয়েব আখতারের কাছে সাড়ে ১১ কোটি টাকা বা ১০০ মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ চেয়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। পাকিস্তানের সরকারি টেলিভিশনটির দেওয়া আইনি নোটিশের বিরুদ্ধে শোয়েবও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
[৩] গত মাসে ক্রিকেট কেন্দ্রিক একটি অনুষ্ঠানে সঞ্চালকের সাথে বাদানুবাদে জড়ান সাবেক এই পাকিস্তানি পেসার। এরপর রেগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। নোটিশে বলা হয়েছে, শোয়েব পিটিভি স্পোর্টসকে অবহিত না করে দুবাই ঘুরে এসেছেন। ভারতের ক্রিকেটারদের সাথে একটি অনুষ্ঠানও করেছেন, যাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির মান ক্ষুণœ হয়েছে। শোয়েবের এসব আচরণে পিটিভির ক্ষতি হয়েছে দাবি করে ১০০ মিলিয়ন পাকিস্তান রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। - ক্রিকেট পাকিস্তান, সম্পাদনা : এল আর বাদল