এমরান পাটোয়ারী : [২] মুজিবশতবর্ষ ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ফেনী জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় গণহত্যা পরিবেশ থিয়েটারের নাটক ‘গোল পোস্ট’ মঞ্চায়িত হলো ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
[৩] রোববার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকি নাটক প্রদর্শনীটি অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন। [৪] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্ব ও জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব।
[৫] এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আজগর আলী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানাসহ প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সম্পাদনা : টিএম হুদা