সুমাইয়া মিতু: পাকিস্তানি-আমেরিকান জাহিদ কুরাইশি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। লোভনীয় স্লটের জন্য গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাহিদ কুরাইশির নিয়োগ অনুমোদন করেন। স্টার্ট আপ পাকিস্তান
পাকিস্তানি বংশোদ্ভুত এবং ফেডারেল ও সেনাবাহিনীর সাবেক এক বিচারকের সন্তান কুরাইশির মনোনয়ন ৮১-১৬ ভোটে পাস হয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে। ভোটভুটির সময় কুরাইশির মনোনয়নের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোনো মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে।
শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, পেশার ক্ষেত্রেও আমাদের বৈচিত্র্য বাড়াতে হবে। আমি জানি প্রেসিডেন্টও আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন, বলেন শুমার। গত ১১ জুন সিনেটে ভোটের মাধ্যমে তিনি ফেডারেল বিচারক হিসেবে নির্বাচিত হন এবং ১৯ জুন থেকে দায়িত্ব পালন শুরু করেন।