ইমরুল শাহেদ: জেমিমা খানের ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ মুক্তি পাবে ২০২৩ সালের ২৭ জানুয়ারি। সজল আলী তারকায়িত এই ছবিটির টুইটারে মুক্তির ঘোষণা দিয়েছে পরিবেশক ষ্টুডিও কানাল। ভারতীয় নির্মাতা শেখর কাপুর পরিচালিত এ ছবিটিতে আরো অভিনয় করেছেন লিলি জেমস, সাজাদ লতিফ, ইম্মা থম্পসন, শাবানা আজমি, মিম শেখ এবং অসিম চৌধুরী।
এই ছবিটির ফার্স্ট লুক মুক্তি পায় গত বছরের ডিসেম্বর মাসে। এটি হবে মিশ্র সংস্কৃতির একটি ব্রিটিশ রোমান্টিক কমেডি। একজন চলচ্চিত্র নির্মাতাকে অনুসরণ করে গল্প পল্লবিত হয়। ঘনিষ্ঠ বন্ধু কাজিমের (লতিফ) সঙ্গে তার প্রেমের যাত্রা শুরু হয়। এরপর তারা একটি সাজানো বিয়ের দিকে এগিয়ে যায়। জো লন্ডন থেকে লাহোর পর্যন্ত তার যাত্রা রেকর্ড করেন যখন তিনি একজন অপরিচিত ব্যক্তিকে বিয়ে করতে চান এবং তার নিজের প্রেমের ধারণা নিয়ে প্রশ্ন করা শুরু করেন।
ছবিটির সাউন্ডট্রেকে রয়েছেন ‘লালালা’ খ্যাত নটি বয়। তিনি একজন ব্রিটিশ-পাকিস্তানি সঙ্গীত প্রযোজক ও গায়ক। কাওয়ালি সম্রাট রাহাত ফতেহ আলী খানের দুটি গান থাকবে ছবিটিতে। জেমিমা খানের গল্প ও চিত্রনাট্য নিয়ে ইংরেজী ভাষায় নির্মিত এই ছবিটির চারজন প্রযোজকের মধ্যে লেখিকা নিজেও একজন। অপর তিনজন হলেন টিম বেভান, এরিক ফেলনার ও নিকি কেনটিস। ছবিটি পরিবেশিত হচ্ছে যুক্তরাজ্য থেকে। সম্পাদনা: খালিদ আহমেদ