[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
রাশিদুল ইসলাম : [২] অ্যালিসন ফ্লুকে-একরেন ইসলামিক স্টেটে নারীদের একটি বাহিনীর সদস্য সংগ্রহ এবং তাদের নেতৃত্ব দিতেন। আমেরিকার কানসাসের বাসিন্দা এই নারীর একাধিক সন্তান রয়েছে। এও অভিযোগ আছে, তিনি সিরিয়ায় নারী ও শিশুদের একে-৪৭ রাইফেল চালানো এবং কিভাবে সুইসাইড ভেস্ট ব্যবহার করতে হয় তা শেখাতেন। আরটি [৩] তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটি কলেজ ক্যাম্পাসে হামলার জন্য লোক সংগ্রহ করার অভিযোগও রয়েছে। [৪] ২০১৯ সালে এফবিআই ফ্লুকে-একরেনের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। শনিবার ওই হলফনামা প্রকাশ করা হয়েছে। বিচারের মুখোমুখি হতে ফ্লুকে-একরেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিরেছেন। [৫] হলফনামায় বলা হয়, ২০১৬ সালে সিরিয়ায় আইএস-এর তথাকথিত রাজধানী রাক্কায় ‘খাতিবা নুসাইবাহ’ নামে শুধু নারীদের একটি বাহিনী গঠন করা হয়। সম্পাদনা: হাসান হাফিজ