ওয়ালিউল্লাহ সিরাজ: [২] তালিবান ক্ষমতায় আসার পর নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন বুধবার। কানদাহার প্রদেশের রানা বলেন, তালিবান আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন সেই বিষয়ে আমি অনেক উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তারা আমাদের কিছুই বলেনি। তারা শুধু বিশ্ববিদ্যালয়ের বাহিরে দাঁড়িয়ে আমাদের পাহারা দিয়েছে। বিবিসি
[৩] কান্দাহারের বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানটি ছোট। আমরা ছেলে-মেয়ে এক সঙ্গেই ক্লাস করেছি। ছেলেরা সামনে বসেছে আর আমরা পিছনে বসেছি।
[৪] অনেক বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েরা আলাদা আলাদা সময়ে ক্লাস করেছে। হেরাত প্রদেশের একজন নারী শিক্ষার্থী বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে মাত্র ৪ ঘণ্টা থাকতে পারবো। বাকি সময় ছেলেরা বিশ্ববিদ্যালয়ে থাকবে।
[৫] মাজার-ই-শরীফের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, সবাই বিশ্ববিদ্যালয়ে ফিরেছে এটা ভালো লেগেছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ