[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
মাকসুদ রহমান: [২] লতা মঙ্গেশকরের মৃত্যুতে শুধু ভারতই নয়, ভারতের বাইরের গুণমুগ্ধরাও শোকস্তব্ধ। ভারতের প্রতিবেশী পাকিস্তানেও সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার, মন্ত্রী, প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত শোক বার্তা পাঠিয়েছেন সুর সাম্রাজ্ঞীর মৃত্যুতে। সেই তালিকাতে আছেন শোয়েব আখতারও।
[৩] ২০১৬ সালে কমেন্ট্রি করতে ভারতে এসে লতা মঙ্গেশকরের সঙ্গে কথা বলেছিলেন শোয়েব আখতার। তবে সেটা সরাসরি নয়, টেলিফোনে লতার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন গতি তারকা।
[৪] কথোপকথনে লতা জানিয়েছিলেন, তিনি শচীন বনাম শোয়েবের লড়াই খুব উপভোগ করতেন এবং ক্রিকেট খেলা ছিল তার পছন্দের। সম্পাদনা: মোহাম্মদ রকিব