লিহান লিমা : [২] রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হতাশা প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো ইউক্রেন ইস্যুতে মস্কোর প্রধান নিরাপত্তা দাবীটিই আমলে নিচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে আরো সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন। আল জাজিরা
[৩] ক্রেমলিন জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তী কোনো ব্যবস্থা নেয়ার পূর্বে তিনি ওয়াশিংটন এবং ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাইবেন। কিন্তু রাশিয়ার মূল উদ্বেগ নিয়ে আমরা আরো নিশ্চয়তা পাইনি।
[৪] রাশিয়া পূর্ব ইউরোপে ন্যাটো জোটের সম্প্রসারণ এড়ানো, রাশিয়ার সীমান্তের কাছে ভারী অস্ত্র মোতায়েন না করা এবং সাবেক সোভিয়েত ভূক্ত দেশগুলোর ন্যাটো সদস্যপদ বাতিল করাসহ ইউক্রেনকে স্থায়ীভাবে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার নিশ্চয়তা চাইছে। যা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। স্কাই নিউজ
[৫] শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হলে ‘ভয়াবহ’ পরিস্থিতি তৈরি হবে এবং এটি মারাত্মক ক্ষয়ক্ষতি ডেকে আনবে। সম্পাদনা: মোহাম্মদ রকিব