[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
সুমাইয়া মিত ু: [২] কঙ্গোতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ সুইডিশ-চিলির নাগরিক জাইদা কাতালান এবং আমেরিকান মাইকেল শার্পকে হত্যায় জড়িত থাকার দায়ে ৫১ জন মিলিশিয়া সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। ২০১৭ সালে কাসাই অঞ্চলে তাদেরকে অপহরণ করে হত্যা করা হয়েছিল। বিবিসি [৩] অপহরণের ১৬ দিন পর তাদের লাশ পাওয়া যায় এবং তাদেরকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে হতবাক জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস বলেন, সংস্থাটি বিচার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। [৪] এক প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরের বিচার শেষে একটি সামরিক আদালত দোষীদের রায় দেয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যা থেকে শুরু করে যুদ্ধাপরাধের কাজসহ বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়। সম্পাদনা: মোহাম্মদ রকিব