মামুন হোসেন: [২] সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, আফগানিস্তানের আইএস-এর সহযোগী সংগঠনের নেতা সানাউল্লাহ গাফারির অবস্থান বা শনাক্তকরণের জন্য তথ্যের জন্য ১০ মিলিয়ন পর্যন্ত প্রস্তাব করছে। গাফরি, শাহাব আল-মুহাজির নামেও পরিচিত। ইউএস স্টেট ডিপার্টমেন্ট অনুসারে, ২০২০ সালের জুনে আইএসকেপি -এর প্রধান নিযুক্ত হন এবং আফগানিস্তান জুড়ে সমস্ত আইএসকেপির অপারেশন অনুমোদন এবং গ্রুপের জন্য তহবিল সংগ্রহের জন্য দায়ী ছিলেন। আল-জাজিরা [৩] গাফরি সম্পর্কে খুব কমই জানা যায়, তবে তিনি আল-কায়েদা কমান্ডার বা হাক্কানি নেটওয়ার্কের প্রাক্তন সদস্য ছিলেন বলে গুজব রয়েছে। গত নভেম্বরে গাফরিকে ‘বিশেষভাবে মনোনীত বিশ্ব সন্ত্রাসী’ হিসাবে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। [৪] ৪ ফেব্রুয়ারি প্রকাশিত কাবুল বিমানবন্দরে ২৬ আগস্টের হামলায় মার্কিন সামরিক তদন্তের ফলাফলে দেখা গেছে, সানাউল্লাহ গাফারির নেতৃতেই এই হামলা পরিচালিত হয়। সম্পাদনা: মোহাম্মদ রকিব