[১]জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়েছেন স্ত্রী রূপা
মামুন হোসেন: [২] বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমটির স্যাটেলাইট ও ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জার্মানি রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটি নিষিদ্ধ করায় পাল্টা ব্যবস্থা নিলো দেশটি। রাশিয়ায় কর্মরত ডয়েচেভেলের সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। তাদেরকে আর সাংবাদিক হিসেবে দেখবে না দেশটির সরকার। ডয়েচেভেলে
[৩] রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডয়েচেভেলের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ। [৪] ডিডব্লিউ-র ডিরেক্টর জেনারেল লিমবুর্গ জানিয়েছেন, আরটি-র সঙ্গে ডিডব্লিউকে গুলিয়ে ফেললে ভুল হবে। আরটি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম। সম্পাদনা: মোহাম্মদ রকিব