[১]খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ভুল আইন দেখাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব
আনিস তপন: [২] বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে হেফাজতে নায়েবে আমীর শাহ আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করেন।
[৩] মন্ত্রী এই প্রতিবেদককে বলেন, নেতৃবৃন্দ কারাগারে থাকা হেফাজত নেতাদের জামিনে মুক্তি দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আমি বলেছি এটা আদালতের বিষয়।
[৪] মন্ত্রী বলেন, ওয়াজের ব্যাপারে আমি ওনাদের বলেছি, ধর্ম মন্ত্রণালয় সারাদেশের প্রখ্যাত আলেম ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটির তালিকায় যেসব আলেম ওলামা এবং মাওলানাদের নাম আছে তারা এসব ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে পারবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব