শিমুল মাহমুদ:[২] বিএনপি মহাসচিব বলেছেন, গণমাধ্যম কর্মী সুরক্ষা আইন-২০২২ পাস হলে কোনোভাবেই বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। সরকারের বিরুদ্ধে কেউ যেন কোনোভাবেই কোনো কথা বলতে না পারে; গণতন্ত্রের পথে, জনগণের পক্ষে যাতে কেউ কথা বলতে না পারে- তা এই আইনে রাখা হয়েছে।
[৩] তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। এসব বিষয় ফিরে পেতে মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলন গড়ে তুলতে হবে।
[৪] সাংবাদিকদের প্রতি আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, গণমাধ্যমের স্বার্থ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য, ফ্রিডম অব প্রেস রক্ষার জন্য সবাই একতাবদ্ধ হয়ে লড়াই করুন।
[৫] রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ) আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্পাদনা: খালিদ আহমেদ