তাপসী রাবেয়া: [২] ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ও যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে জেনেও বিএনপি নেতারা আহম্মকের মতো কথা বলছেন।
[৩] বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাপান দূতাবাস আয়োজিত ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
[৪] তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইউরোপে গত ১৩ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ। আমেরিকা, ভারত ও পাকিস্তানেও দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশে সেভাবে বাড়েনি, কিছু আমদানিনির্ভর পণ্যের দাম বেড়েছে।
[৫] তথ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেলে দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করে। সরকার সেটার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে। টিসিবি’র আওতা বাড়িয়ে নিম্ন আয়ের মানুষকে কম মূল্যে দেওয়ার ব্যবস্থাও করেছে।
[৬] রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলায় বলেন, বাংলাদেশের সাথে জাপানের ঐতিহাসিক সম্পর্ক দিনে দিনে আরো বন্ধুত্বপূর্ণ হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব